ডেঙ্গু মশার ভয়ে হাসপাতালেও মশারির ভেতর থাকছেন রোগীরা। রাজধানীর বড় মগবাজার ঢাকা কমিউনিটি মেডিকেল হাসপাতাল ও কলেজে এমন চিত্রই দেখা যায়। হাসপাতালটির মেডিসিন বিভাগের একটি বেডে শুয়ে ছিলেন মেডিকেল কলেজ শাখার একজন স্টাফ। নেছার উদ্দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। মশারি টাঙিয়ে বেডেই শুয়ে ছিলেন তিনি।<br /><br />কর্তব্যরত চিকিৎসক আসায় মশারি ঘুলে পেছনের দিকে গুছিয়ে রাখেন। চিকিৎসক ব্লাড প্রেসারসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/517498